বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

child elephant dies at banarhat

রাজ্য | মৃত শাবককে নিজেই সমাধিস্থ করার চেষ্টা মা হাতির, কাণ্ড দেখে অবাক বনকর্মীরা

Rajat Bose | ১৬ নভেম্বর ২০২৪ ১৩ : ৪৪Rajat Bose


অতীশ সেন, ডুয়ার্স:‌ মৃত শাবকের দেহ আগলে সকাল থেকে চা বাগানে দাঁড়িয়ে রয়েছে মা হাতি। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের কারবালা চা বাগানে। সম্ভবত চা বাগানের মাঝে থাকা নিকাশি নালা পেরনোর সময় সেখানে পড়ে গিয়ে হস্তিশাবকটির মৃত্যু হয়। জানা গিয়েছে শনিবার ভোরে রেতির জঙ্গল থেকে বেড়িয়ে হাতির একটি দল কারবালা চা বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় বাগানের ১৫ নম্বর সেকশনে শাবকটি পড়ে যায়। সেখানেই মৃত্যু হয়। এর পর থেকেই মৃত শাবকটির দেহ পাহারা দিয়ে ঘটনাস্থলেই দাঁড়িয়ে রয়েছে মা হাতিটি। দেহটি মাটি চাপা দিয়ে সমাধিস্থ করার চেষ্টাও করেছে শাবক হারা মা। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড, বানারহাট রেঞ্জ এবং খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বন দপ্তরের একটি গাড়ির উপরেও মা হাতিটি হামলা চালায়। স্থানীয় মানুষ হাতি দেখতে ভিড় জমান। জানা গেছে, মাঝে মাঝেই সেটি বনকর্মী ও দূরে থাকা স্থানীয়দের দিকে তেড়েও যাচ্ছে। সন্তান হারানোর শোকের কারণেই হাতিটি এমন আচরণ করছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। 


প্রসঙ্গত, কোনও হাতির মৃত্যু হলে তার দেহ সমাধিস্থ করার প্রবণতা হাতিদের মধ্যে দেখা যায়। দলের কোনও সদস্যের মৃত্যু হলে তার দেহ ফেলে চলে না গিয়ে হাতির দল সেটিকে ঘিরে দীর্ঘ সময় শোক পালন করে এবং দেহটি সমাধিস্থ করার চেষ্টা করে। এর আগে এরকম ঘটনা ডুয়ার্সে আরও কয়েকবার দেখা গিয়েছিল। ১২ সেপ্টেম্বর ২০২২ ডুয়ার্সের দেবপাড়া চা বাগানের ৩০ নম্বর সেকশনে এবং ১৭ নভেম্বর ২০২২ চুনাভাটি চা বাগানের ৩৯ নম্বর সেকশনে দুটি হস্তি শাবকের মৃত্যু হলে দেহ দুটিকে হাতির দল কবর দিয়েছিল। ২৭ মে ২০২২ চুনাভাটি চা বাগানে একটি সদ্যোজাত হস্তিশাবকের মৃত্যু হলে বাচ্চাটির মা শাবকটির দেহ শুঁড়ে তুলে চা বাগানের ভেতর দিয়ে প্রায় দীর্ঘ দশ কিলোমিটার পাড়ি দিয়ে রেডব্যাঙ্ক চা বাগান নিয়ে গিয়েছিল। সেখানে অপেক্ষারত হাতির দল মৃত বাচ্চাটির দেহ কবরস্থ করার চেষ্টা করে। এর পর তারা চার দিন দেহটি আগলে রাখে।

 
এদিকে, কারবালা চা বাগানের ঘটনাস্থলে বনকর্মী এবং বানারহাট থানার পুলিশ কর্মীরা রয়েছেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সন্ধে পর্যন্ত অপেক্ষা করা হবে। হাতিটি নিজে জঙ্গলে ফিরে না গেলে সন্ধের পর সেটিকে তাড়িয়ে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হবে। এর পরই দেহটি উদ্ধার করা হবে। 

 

 

 

 


#Aajkaalonline#childelephant#diesatbanarhat



বিশেষ খবর

নানান খবর

নানান খবর

রুপোর পর ব্রোঞ্জ, উপহার হিসেবে কাজল শেখ পেলেন বিশ কেজির সিংহ মুকুট ...

জঙ্গলে ঢুকতে পর্যটকদের থেকে নেওয়া যাবে না বাড়তি ‘ফি’, অভিযোগ পেয়েই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ পোস্টারের ভাষা ন...

সাধারণের সঙ্গে সমন্বয় সুদৃঢ় করতে গ্রামে গ্রামে 'ড্রপবক্স', অভিনব উদ্যোগ পোলবা থানার...

ভাড়া নিয়ে গন্ডগোল, মালদায় খুন টোটোচালক

'যেখানে সম্মান নেই, সেখানে থেকে কী লাভ?' বিজেপি ছাড়ার জল্পনা সত্যি করে মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর...

আলিপুরদুয়ারে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, বুধ-বৃহস্পতিতে প্রশাসনিক বৈঠক থেকে সরকারি সুবিধা প্রদানের অনুষ্ঠান ...

ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দিতে জোর তৎপরতা, জমি নিয়ে প্রশাসনিক বৈঠক বিএসএফ ও স্থানীয় প্রশাসনের ...

কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক ছড়াল এলাকায় ...

পরপর মুণ্ডহীন মহিলার দেহ, পিছনে তন্ত্র সাধনা নাকি অন্যকিছু? সন্ধান চালাচ্ছে পুলিশ ...

সরকারি আধিকারিকের সই-সিল জাল করে মাদ্রাসায় শিক্ষক নিয়োগে প্রতারণার অভিযোগ, দায়ের এফআইআর...

বাড়ি ফিরছেন খো খো বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য সুমন, আনন্দ যেন থমকে শুধু চুঁচুড়াতেই...

রেলের পরিত্যক্ত গুদামে অগ্নিকাণ্ড, ছড়াল চাঞ্চল্য ...

অভাব সক্রিয় সদস্যের, কোচবিহারে বুথ কমিটি গড়তে সমস্যায় বিজেপি ...

পেনশন না পেয়ে অবস্থান বিক্ষোভ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের...

১২ দিন নিখোঁজ থাকার পর নাবালিকার দেহ উদ্ধারে তুমুল চাঞ্চল্য বাসন্তীতে ...



সোশ্যাল মিডিয়া



11 24